spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদঅন্যান্যচট্টগ্রাম কলেজের ছাত্র সিটি কলেজে প্রক্সি দিতে এসে আটক

চট্টগ্রাম কলেজের ছাত্র সিটি কলেজে প্রক্সি দিতে এসে আটক

spot_img

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর আইস ফেক্টরি রোডে অবস্থিত সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে চট্টগ্রাম কলেজের এক ছাত্রকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ মে) সকালে এ ঘটনা ঘটে। ছাত্রটির নাম- আবদুল্লাহ আল জাবের (২২)। তিনি বায়েজিদ বোস্তামী এলাকার আবুল কালামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট মাহফুজা জেরিন বলেন, শহীদ নূর নামে এক পরীক্ষার্থীর পক্ষে প্রক্সি দিচ্ছিলেন তিনি। হল পরিদর্শকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রক্সি দেয়ার কথা স্বীকার করেন আবদুল্লাহ। ওই ছাত্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন মাহফুজা জেরিন।

সদরঘাট থানার এসআই ফারুকুল ইসলাম বাংলাধারাকে বলেন, আবদুল্লাহ আল জাবের নামের ওই শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ