spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদঅন্যান্যচবিতে ১২ ফুট লম্বা বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার

চবিতে ১২ ফুট লম্বা বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার

spot_img

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২নং গেট এলাকা থেকে একটি ১২ ফুট লম্বা বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ মে) বিকালে ক্যাম্পাসের বিশ্বশান্তি প্যাগোডা থেকে চবি প্রাণিবিদ্যা বিভাগের একটি টিম সাপটিকে উদ্ধার করে।

জানা যায়, সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় দুই নং গেটের সুইজগেট সংলগ্ন এলাকায় সাপটিকে আটক করে স্থানীয়রা। পরবর্তীতে সংবাদ পেয়ে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসানের নেতৃত্বে সাপটি উদ্ধার করে প্রাণিবিদ্যা ল্যাবে নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজগরটি প্রচন্ড গরমে পাশের পাহাড় থেকে নিচে নেমে আসলে এলাকাবাসীরা সাপটিকে উদ্ধার করে চবির প্যাগোডার কাছে বেঁধে রাখে। খবর পেয়ে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল সাপটিকে উদ্ধার করে প্রাণীবিদ্যা ল্যাবে নিয়ে যায়।

সাপ উদ্ধারের বিষয়ে প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন,এটি একটি বার্মিজ পাইথন। এটির শরীরে পোড়া ক্ষত রয়েছে। আমরা এটিকে উদ্ধার করে আমাদের বিভাগের ল্যাবে এনে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ক্ষত শুকিয়ে পুরোপুরি সুস্থ হলে এটিকে আমরা ছেড়ে দিবো।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ