পটিয়া প্রতিনিধি »
হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার পর চট্টগ্রামের পটিয়ার এক মাদক ব্যবসায়ী অবশেষে শনিবার রাতে পুলিশকে হ্যান্ডকাপ ফেরত দিয়েছে। উপজেলার পূর্ব হাইদগাঁও মাহাদাবাদ গ্রামের আবদুল মাবুদের পুত্র মাদক ব্যবসায়ী আবদুল আলমকে (২৭) গ্রেফতারের পর পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
এদিকে, মাদক ব্যবসায়ীকে গ্রেফতার না করে তার কাছ থেকে হ্যান্ডকাপ ফেরত নেওয়ার বিষয়টি আজ রবিবার সকালে জানাজানি হলে পুলিশ প্রশাসনসহ সর্বত্র তোলপাড় শুরু হয়। এই ঘটনায় পটিয়া থানার কনস্টেবল তোফাজ্জল হোসেনকে ক্লোজড করা হয়েছে। অথচ হ্যান্ডকাপসহ আসামি ধরতে অভিযানে নেতৃত্ব দিয়েছিল পটিয়া থানার এএসআই মো. বশির।
জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার পূর্ব হাইদগাঁও মাহাদাবাদ গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আবদুল আলমকে ধরতে পটিয়া থানার এএসআই মো. বশিরের নেতৃত্বে একদল পুলিশ যায়। অভিযানের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট উপজেলার হাইদগাঁও, কেলিশহর, কচুয়াই, খরনা এলাকা দিয়ে ছোলাই মদের ব্যবসা করে আসছিল। আলমের বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. বশিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আলমকে গ্রেফতার করলেও সে পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেওয়া এএসআই মো. বশির জানিয়েছেন, মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ পালিয়ে গেলেও রাতে মাদক ব্যবসায়ীর পিতা আবদুল মাবুদ এক গ্রাম পুলিশ সদস্যসহ হ্যান্ডকাপটি পুলিশের কাছে ফেরত দিয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর