spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ১১ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামহাটহাজারীতে টেকসই উন্নয়ন বাস্তবায়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে টেকসই উন্নয়ন বাস্তবায়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার (১৩ মে) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ মির কফিল উদ্দিন, এ্যাডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা দিদারুল আলম বাবুল, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি সমাজকর্মী, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, এনজিও কর্মীবৃন্দ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি প্রমুখ।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

spot_img

সর্বশেষ