spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদঅন্যান্যডাক্তারদের ‘দুর্বোধ্য লেখা’ অনুবাদের চেষ্টায় নেমেছে গুগল

ডাক্তারদের ‘দুর্বোধ্য লেখা’ অনুবাদের চেষ্টায় নেমেছে গুগল

spot_img

বাংলাধারা ডেস্ক »

রোগীদের জন্য প্রেসক্রিপশন লিখতে গিয়ে অনেক ডাক্তারই তাড়াহুড়া করেন। তারা এমনভাবে প্রেসক্রিপশন লেখেন যে অনেক সময় তা পড়াই যায় না। কয়েক দশক ধরে চলা এই সমস্যাটি নিয়ে অনেক প্রযুক্তি কোম্পানি কাজ করছে। কিন্তু সফলতা মেলেনি। এবার ওইসব ‘দুর্বোধ্য লেখা’ অনুবাদের চেষ্টায় নেমেছে গুগল।

সোমবার ভারতে আয়োজিত নিজেদের বার্ষিক সম্মেলনে এই সার্চ জায়ান্ট জানায়, ডাক্তারদের হাতের লেখা বুঝতে তারা ফার্মাসিস্টদের সঙ্গে কাজ করছে।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ফিচারটির আত্মপ্রকাশ ঘটবে গুগল লেন্সে। এর মাধ্যমে প্রেসক্রিপশনের ছবি তোলার পাশাপাশি ফটো লাইব্রেরি থেকেও ছবি আপলোডের সুযোগ পাবেন ব্যবহারকারী। অ্যাপটি ছবিটি প্রসেস করার পর প্রেসক্রিপশনে উল্লেখ করা বিভিন্ন ওষুষধের নাম শনাক্ত করবে। ওই অনুষ্ঠানে এর একটি নমুনাও দেখিয়েছেন এক গুগল নির্বাহী।

তবে নতুন ফিচারটি কবে সবার জন্য উন্মোচনের পরিকল্পনা রয়েছে, তা নিয়ে এখনো কিছু জানায়নি এই প্রযুক্তি জায়ান্ট।

দক্ষিণ এশিয়ার বাজারে কোম্পানির বার্ষিক আয়োজনটি ‘গুগল ফর ইন্ডিয়া’ নামে পরিচিত। ওই আয়োজনে সব সময়ই বেশ কিছু নতুন উদ্ভাবন দেখানোর রেওয়াজ আছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ