spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৪ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামরমজানেও বাল্য বিবাহের আয়োজন, ঠেকালেন ইউএনও

রমজানেও বাল্য বিবাহের আয়োজন, ঠেকালেন ইউএনও

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে চলছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অভীষ্ট (এসডিজি) বিষয়ক কর্মশালা। এমন সময় বাল্য বিবাহ সংক্রান্ত খবর আসলে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে বিয়ে তা বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, মেয়েটির নাম – তাহমিনা (১৬)। সে হাটহাজারী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। সে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ফকিরহাট এলাকার মাহবুব আলমের মেয়ে। মাহবুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিশিয়ানের কাজ করে।

রুহুল আমিন জানান, তাহমিনাকে তার অভিভাবক খালাতো ভাইয়ের সাথে বিবাহ দিচ্ছেন এমন খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং বিয়ে বন্ধ করি। ইউএনও আসার খবর শুনেই বর পক্ষ সটকে পড়ে। মেয়ের বাবা ভুল হয়েছে বলে স্বীকার করে এবং মেয়েকে পড়াশোনা করিয়ে ১৮ বছর বয়স হলে বিয়ে দিবেন বলে মুচলেকা দিয়েছেন।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

spot_img

সর্বশেষ