spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামঅস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, চার দোকানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, চার দোকানকে জরিমানা

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালি, রিয়াজ উদ্দীন বাজার ও তিন পুলের মাথা এলাকায় ৪ টি মিষ্টির দোকান ও বিএসটিআই লাইসেন্স বিহীন দই জাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৫ মে) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

সুরাইয়া ইয়াসমিন বাংলাধারাকে জানান, বিএসটিআই’র অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর উপায়ে দই তৈরি, দই উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আদি সাধু মিষ্টি ভাণ্ডারকে দশ হাজার টাকা, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের দায়ে মক্কা সুইটস, জব্বার সুইটস ও খাজা সুইটসকে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ