spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ১১ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামনিষিদ্ধ ৫২ ব্র্যান্ডের পণ্য বিক্রি করছে না ‘দ্যা বাস্কেট’

নিষিদ্ধ ৫২ ব্র্যান্ডের পণ্য বিক্রি করছে না ‘দ্যা বাস্কেট’

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ টি ব্র্যান্ডের পণ্য জব্দ, ধ্বংস ও উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। হাইকোর্ট কিংবা যথাযথ কর্তৃপক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত দ্যা বাস্কেট ঐসব ব্র্যান্ডের পণ্য বিক্রি করা বন্ধ রাখছে।

নগরীর খুলশী এলাকায় অবস্থিত দ্যা বাস্কেট-এর ব্যাবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন বলেন, বিএসটিআই পরীক্ষায় ৫২ টি ব্রান্ডের পণ্য অকৃতকার্য হওয়ায় মহামান্য হাই কোর্ট- এর নির্দেশ জারি এবং বিএসটিআই এর প্রতিবেদন হাতে পাওয়ার পরেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যেকোনো পণ্যের গুণগত মানের ব্যাপারে দ্যা বাস্কেট কোনো রকম ঝুঁকি আগেও নেয়নি আর আসছে দিনগুলোতেও নিবে না। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এই ৫২টি ব্র্যান্ডের পণ্য বিক্রি বন্ধ রাখবো। একই সাথে সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করবো বিকল্প ব্রান্ডের পণ্য কেনার জন্য।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ