spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামওষুধ চোরাচালানির অভিযোগে চিকিৎসক গ্রেফতার

ওষুধ চোরাচালানির অভিযোগে চিকিৎসক গ্রেফতার

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর খুলশী এলাকায় বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ এবং চোরাই পথে এসব ওষুধ দেশে আনার অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পলিশ।

গ্রেফতার বাবলু হোসেন (৩০) সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রাজনগর গ্রামের খোরশেদ আলমের ছেলে। চট্টগ্রাম নগরীর খুলশী থানার জাকির হোসেন বাই লেইনের ফরচুন ওমর ভবনের পঞ্চম তলায় তাদের বাসা।সে সিলেটের রাগিব-রাবেয়ামেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা চিকিৎসক বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৫ মে) রাতে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডে পাঁচ বস্তা ওষুধসহ রিকশা ভ্যান আটকের পর ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, বুধবার রাতে রিকশা ভ্যানে করে ওষুধের পাঁটটি বস্তা নিতে দেখে টহল পুলিশের সন্দেহ হয়। ওষুধগুলো ভারতীয় দেখে মালিকের মোবাইল নম্বর ভ্যান চালকের কাছ থেকে সংগ্রহ করে ফোন করা হলে বাবলু ঘটনাস্থলে আসেন। তবে তিনি ওষুধগুলো আমদানির কোনো বৈধ কাগজ দেখতে পারেননি।

ওসি জানান, পাঁচটি বস্তায় ভারতীয় প্যারাসিটামল গ্রুপের ২ লাখ ৪০ হাজার পিস ওষুধ জব্দ করা হয়, যার দাম প্রায় ১০ লাখ ৮ হাজার টাকা।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে বাবলু জানিয়েছে, সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ওষুধগুলো বাংলাদেশে আনা হয়েছে। বুধবার বিকেলে ট্রেনে করে চট্টগ্রাম নগরীতে পৌঁছানোর পর সেগুলো হাজারী গলির পাইকারি দোকানে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। এর আগেও তামাবিল সীমান্ত দিয়ে কয়েক দফা ওষুধ এনেছে বলে বাবলু জানিয়েছেন। মেডিকেলে পড়ার সময়ই বাবলু এই চোরাচালানিতে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে বাবলুর বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ