লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় খাসজমি হতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. তারেক (৩২) এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত ৪ টি স্তুপে প্রায় ২ লাখ ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারী) দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা বাইগ্যাখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলার নির্বাহী কর্মকর্তাও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফ উল্যাহ।
অভিযান শেষে তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করায় তারেককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে।
জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযান থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।