বিনোদন ডেস্ক »
‘শকুন্তলম’ সিনেমার ট্রেইলার দেখে নিজের সম্পর্কে সামান্থার মূল্যায়ন হল, তিনি নিজেকে ‘ছাড়িয়ে’ যেতে পেরেছেন এই কাজে। আর নির্মাতা গুণশেখর বলছেন, সুপারস্টার সামান্থা তাকে হতাশ করেননি।
কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের চলচ্চিত্রায়নে শকুন্তলা হয়েছেন সামান্থা, দুষ্মন্ত হয়েছেন দেব মোহন। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ ফেব্রুয়ারি। এ সিনেমাতেই প্রথমবারের মত বড় পর্দায় দেখা যাবে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহাকে, সে শকুন্তলার শৈশবের রূপায়ন ঘটিয়েছে সিনেমায়।
সামান্থার এই বছরে মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘শকুন্তলম’। এই সিনেমার শুটিং শেষ হয় গত বছররে অগাস্টে। এর আগে এই নায়িকা করেছেন ‘যশোদা’ সিনেমা। অসুস্থতার মধ্যেই শুটিং করেন তিনি।
‘শকুন্তলমে’ পুরানের নারী হয়ে দেখা দেওয়া সামান্থার পরনে সাদা পোশাক। ভারতজুড়ে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
তেলেগু চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ’ এর একটি আইটেম গানে এসে সর্বভারতে নাম কুড়ানো সামান্থা ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ দিয়ে যাত্রা শুরু করেন। নির্মাতা অমর কৌশিকের একটি হরর সিনেমায় যুগলবন্দি হতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানার সঙ্গে।
২০১০ সাল থেকে তামিল ও তেলেগু সিনেমায় সক্রিয় এই অভিনেত্রী ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন চারবার।