spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৯ মে ২০২৩
প্রচ্ছদকক্সবাজারপৃথিবী থেকে বাবার বিদায়ের ২৩ ঘণ্টার মধ্যেই মেয়ের আগমণ!

পৃথিবী থেকে বাবার বিদায়ের ২৩ ঘণ্টার মধ্যেই মেয়ের আগমণ!

spot_img

কক্সবাজার প্রতিনিধি »

দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়ে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মনির। তার মৃত্যুর মাত্র ২৩ ঘণ্টার মাথায় শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার পর পৃথিবীর আলো দেখেছে প্রয়াত শাহজাহানের দ্বিতীয় মেয়ে সন্তান। ২৩ ঘণ্টার ব্যবধানে পিতার মৃত্যু ও মেয়ের জন্ম হওয়ায় বাবার দেখা হলো না সদ্যজাত কন্যার।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় শাহজাহান মনিরের মৃত্যু হয়। পরের দিন শুক্রবার বেলা ১১টার দিকে চকরিয়া পৌরসভার দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন মাঠে তার জানাজা সম্পন্ন হয়। মরদেহ দাফনের পর অসুস্থ হয়ে পড়েন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুশনি জান্নাত। তাকে চকরিয়া পৌর শহরের ম্যাক্স হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে জন্ম হয় ফুটফুটে এক কন্যা সন্তানের।

শাহজাহানই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এখন দুই মেয়েকে নিয়ে অথৈ সাগরে পড়েছেন প্রসূতি রুশনি জান্নাত।

শাহজাহান মনিরের পরিবারের লোকজন বলেন, কয়েক মাস আগে শাহজাহানের লিভার ক্যানসার ধরা পড়ে। বাংলাদেশে কয়েক দিন চিকিৎসা করার পর তাকে নিয়ে যাওয়া হয় ভারতের হায়দরাবাদের এআইজি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে কেমোথেরাপি দেয়ার পরামর্শ দেন। পরে দেশে ফিরে চট্টগ্রামের ক্যানসার-বিশেষজ্ঞ আবদুল আউয়ালের তত্ত্বাবধানে ছয়টি কেমোথেরাপি নেন তিনি। তবে অবস্থার অবনতি হলে শাহজাহানকে আবার হায়দরাবাদে নেয়া হয়। তবে, সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত মঙ্গলবার শাহজাহান দেশে ফেরেন।

শাহজাহানের স্ত্রী রুশনি জান্নাত বলেন, সানজিদা হক রাফা নামের তাদের আড়াই বছর বয়সী আরেকটি মেয়েশিশু আছে। শাহজাহানই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এখন দুই মেয়েকে নিয়ে অথই সাগরে পড়েছেন তিনি। শাহজাহানের চিকিৎসার পেছনেও অনেক টাকা খরচ হয়েছে। এখন কীভাবে সংসার চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

২০১৯ সালের ২৭ জানুয়ারি শাহজাহানের সঙ্গে রুশনির বিয়ে হয়েছিল। শাহজাহানের লাশ দাফনও করা হয় একই তারিখে। আবার ওই তারিখেই শাহজাহানের দ্বিতীয় সন্তানের জন্ম হলো। রাজনীতির পাশাপাশি চকরিয়া পৌরসভার তরছঘাট এলাকায় শাহজাহানের ফার্নিচারের দোকান আছে।

শাহজাহান মনির চকরিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, চকরিয়া পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক, চকরিয়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

শাহজাহান মনিরের বন্ধু ও চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, শাহজাহান মনির রাজনীতি করলেও কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ ছিল না। সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। তার ক্যানসারে আক্রান্তের খবরে রাজনীতির উর্ধ্বে উঠে অনেকে সহযোগিতা-সহমর্মিতা জানিয়েছেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ