spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৪ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়বকশিশ না পেয়ে ডিম নষ্ট করার অভিযোগ, পুলিশের ৬ সদস্য ক্লোজড

বকশিশ না পেয়ে ডিম নষ্ট করার অভিযোগ, পুলিশের ৬ সদস্য ক্লোজড

spot_img

বাংলাধারা ডেস্ক »

বকশিশ না দেওয়ায় ৩৫ হাজার ডিম রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় ৬ পুলিশ সদস্যকে ক্লোজড করে হাইওয়ে বগুড়া রিজিয়ন সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া অভিযোগের বিষয়টি তদন্ত করে ৩ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে হাইওয়ে পুলিশের এসপি পদমর্যাদার একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

শুক্রবার ( ১৭ মে ) বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ সুতিরপাড় এলাকায় ডিম ভর্তি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পথচারী সড়কে নেমে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনপাড়া হাইওয়ে পুলিশের একটি দল। পুলিশ দেখে স্বস্তি ফেরে চালক ও সহকারীর। তারা ডিমভর্তি গাড়িটি মহাসড়কে তোলার ব্যাপারে তাদের কাছে সহযোগিতা চান।

ওই সময়ে পুলিশ রেকারভাড়া বাবদ ২০ হাজার টাকা বকশিস দাবি করে। এত টাকা নেই জানালে ক্ষিপ্ত হয়ে ডিমের খাঁচা আটকানো দড়ি কেটে দিতে থাকে পুলিশ। এতে ডিমের খাঁচাগুলো সড়কে পড়ে ৩৫ হাজার ডিমের প্রায় সবই ভেঙে যায়।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ