spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদজাতীয়এবার ঈদে যেসব ব্যাংকে পাওয়া যাবে নতুন নোট

এবার ঈদে যেসব ব্যাংকে পাওয়া যাবে নতুন নোট

spot_img

বাংলাধারা ডেস্ক »

ঈদে সালামি হিসেবে নতুন টাকা পেতে পছন্দ করে ছোট-বড় সবাই। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টার ও ঢাকা অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখা থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন জনসাধারণ। বাজারে আসছে ১৭ হাজার কোটি টাকার নতুন নোট।

আগামী ২২ মে থেকে ৩০ মে পর্যন্ত নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে এবার ২ টাকা ও ৫ টাকার নতুন নোট বিনিময়ের সুযোগ থাকছে না। ১০, ২০, ৫০ টাকার পাশাপাশি ১০০ টাকার নতুন নোট বদলে নেওয়া যাবে। একজন ব্যক্তি ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকার একটি করে প্যাকেট বদলে নিতে পারবেন; সে হিসাবে সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন কাগুজে নোট বদলানোর সুযোগ থাকছে।

বাংলাদেশ ব্যাংক ছাড়া এ সুবিধা দেওয়া অন্য বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো হলো-

০১. এনসিসি ব্যাংক লি., যাত্রাবাড়ী শাখা, ঢাকা
০২. জনতা ব্যাংক লি., আব্দুল গণি রোড করপোরেট শাখা, ঢাকা
০৩. অগ্রণী ব্যাংক লি., জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, ঢাকা
০৪. এন.আর.বি গ্লোবাল ব্যাংক লি., মিরপুর শাখা, ঢাকা
০৫. সাউথইস্ট ব্যাংক লি., কারওয়ান বাজার শাখা, ঢাকা
০৬. সোস্যাল ইসলামী ব্যাংক লি., বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা
০৭. উত্তরা ব্যাংক লি., চকবাজার শাখা, ঢাকা
০৮. সোনালী ব্যাংক লি., রমনা করপোরেট শাখা, ঢাকা
০৯. ঢাকা ব্যাংক লি., উত্তরা শাখা, ঢাকা
১০. আইএফআইসি ব্যাংক লি., গুলশান শাখা, গুলশান, ঢাকা
১১. ন্যাশনাল ব্যাংক লি., মহাখালী শাখা, ঢাক।
১২. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি., মোহাম্মদপুর শাখা, ঢাকা
১৩. জনতা ব্যাংক লি., রাজারবাগ শাখা, ঢাকা
১৪. পূবালী ব্যাংক লি., সদরঘাট শাখা, ঢাকা
১৫. শাহ্জালাল ইসলামী ব্যাংক লি., মালিবাগ শাখা, ঢাকা
১৬. ওয়ান ব্যাংক লি., বাসাবো শাখা, ঢাকা
১৭. ব্র্যাক ব্যাংক লি., শ্যামলী শাখা, ঢাকা
১৮. ডাচ-বাংলা ব্যাংক লি., এসএমই এন্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা
১৯. দি প্রিমিয়ার ব্যাংক লি., বনানী শাখা, ঢাকা
২০. ব্যাংক এশিয়া লি., ধানমন্ডি শাখা, ঢাকা
২১. দি সিটি ব্যাংক লি., বেগম রোকেয়া সরণী শাখা, ঢাকা
২২. আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি., নন্দীপাড়া শাখা, ঢাকা
২৩. প্রাইম ব্যাংক লি., এ্যালিফেন্ট রোড শাখা, ঢাকা
২৪. মার্কেন্টাইল ব্যাংক লিঃ, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ
২৫. এক্সিম ব্যাংক লি., শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ
২৬. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., গাজীপুর চৌরাস্তা শাখা, গাজীপুর
২৭. ইউসিবিএল, গাজীপুর চৌরাস্তা শাখা, গাজীপুর
২৮. উত্তরা ব্যাংক লিঃ, সাভার শাখা, সাভার ২৯. মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লি., সাভার শাখা, সাভার
৩০. ট্রাষ্ট ব্যাংক লি., কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ