spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৭ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামকেমিক্যাল দিয়ে কলা পাকিয়ে আটক ২ দোকানি

কেমিক্যাল দিয়ে কলা পাকিয়ে আটক ২ দোকানি

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে হাটহাজারীর কবুতর হাটার মান্নান ফল বিতানে অভিযান চালিয়ে ফল পাকানোর কেমিক্যালসহ দুই দোকানীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ মে) বিকাল সাড়ে ৪ টা থেকে ৬ টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বলেন, হাটহাজারী পৌরসভার কবুতর হাটার মান্নান ফল বিতানে অভিযান কালে Ripen-15 নামক একটা কেমিক্যাল ব্যবহার করে ফল পাকানোর প্রমান পাওয়া যায়। কর্মচারীরা প্রথমে অস্বীকার করে, পরে তল্লাশি চালিয়ে দোকানের ফলস সিলিং এর উপর স্প্রে মেশিন সহ কেমিক্যাল পাওয়া যায়। পরে দোকানপাট কর্মচারীরা অপরাধ স্বীকার করেন এবং ক্ষমা চান।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরেই অভিযোগ পাওয়া যাচ্ছিল যে, বাজারে মৌসুমি ফলে কেমিকেল দেয়া হচ্ছে। আজ বাজার মনিটরিং এ গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ সময়ে দুইজন কে আটক করা হয়। তাদের নাম -আব্দুস শুক্কুর পিতা-আবুল কাসেম এবং মো. আরমান, পিতা- আব্দুল মান্নান। এসময় দুই মন Ripen-15 দিয়ে পাকানো ফল ড্রেনে ফেলে দেয়া হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও, কলার নামে ডজন প্রতি ৩০০ টাকা দরে এই বিষ না খেতে হাটহাজারীবাসীর প্রতি আহ্বান জানান ইউএনও।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

spot_img

সর্বশেষ