পটিয়া প্রতিনিধি »
পটিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল হল টুডে কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ মে) বিকালে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পটিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। অতীতে উপজেলা পরিষদে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান না থাকায় শেখ হাসিনার উন্নয়ন জনগনের দৌড় গোড়ায় সঠিকভাবে পৌছেনি। আজ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় উপজেলা পরিষদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। তাদের সাথে নিয়ে শেখ হাসিনার উন্নয়ন শতভাগ মানুষের দুয়ারপ্রান্তে পৌছে দেওয়ার সময় এসেছে। পটিয়াবাসীর কল্যানে একযোগে কাজ করতে হবে। তাহলেই সম্মিলিত প্রচেষ্ঠায় পটিয়া হবে উন্নয়নের রোল মডেল।
আ. লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ ও আবদুল খালেক চেয়ারম্যানের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জেলা আ.লীগ নেতা বিজন চক্রবর্তী, নাছির আহমেদ চেয়ারম্যান, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী প্রমুখ।
বাংলাধারা/এফএস/এমআর