spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদরাজনীতিকাজে ফিরেছেন ওবায়দুল কাদের

কাজে ফিরেছেন ওবায়দুল কাদের

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা প্রতিবেদন »

কাজে ফিরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে প্রায় আড়াই মাস পর কাদের বুধবার দেশে ফিরেন। রবিবার নিজ মন্ত্রণালয়ে এসে সব প্রকল্প কর্মকর্তা ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক ডেকেছেন তিনি।

এছাড়াও অনেক দিনের জমে থাকা ফাইল সই করেছেন তিনি। রবিবার সকাল ১০টায় সব প্রকল্প প্রধান এবং কর্মকর্তাদের নিয়ে বৈঠকে করেন সেতুমন্ত্রী। একান্ত সূত্র জানা যায়, রবিবার থেকেই কাজে নেমে পড়বেন ওবায়দুল কাদের। দলে ও মন্ত্রণালয়ে সাধ্যমতো সময় দেবেন তিনি। তবে পুরোদমে কাজ শুরু করতে আরো মাস খানেকের মতো সময় লাগবে। আপাতত দলীয় কার্যালয়ে যাওয়া থেকে বিরত থাকবেন তিনি।

২ মার্চ হার্ট অ্যাটাকের পর ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। ৪ মার্চ মুমূর্ষু অবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি করা হয়। ৫ এপ্রিল ওবায়দুল কাদের হাসপাতাল ছাড়লেও সেখানে একটি ভাড়া বাসায় ওঠেন তিনি। এরপর গত ১৫ মে দেশে ফেরেন তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ