spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামদু’টি বস্তায় ১ লাখ ৪০ হাজার ইয়বা ফেলে মিয়ানমার পালাল পাচারকারীরা

দু’টি বস্তায় ১ লাখ ৪০ হাজার ইয়বা ফেলে মিয়ানমার পালাল পাচারকারীরা

spot_img

কক্সবাজার প্রতিনিধি »

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে কোস্টগার্ডের ধাওয়ায় সাগরে দু’বস্তা ইয়াবা ফেলে মিয়ানমার পালিয়েছে পাচারকারীরা। ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে এক লাখ ৪০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।

শনিবার (১৮ মে) দিনগত মধ্যরাতে কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশান টেকনাফের সদস্যরা এ অভিযান চালায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূর দিয়ে ইয়াবার এশটি বিশাল চালান আসছে এমন খবর পেয়ে বিসিজি স্টেশান টেকনাফের সদস্যরা অভিযান চালায়। টেকনাফ কোস্ট গার্ডের টহল দল সাগরের ঐ স্থান দিয়ে যাওয়া একটি ট্রলারকে থামার সংকেত দিলে ট্রলারটি না থেমে ভাসমান ফ্লোটের দুইটি বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া দুইটি বস্তা তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় এক লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানে কাউকে আটককরা সম্ভব হয়নি।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ