বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের ফৌজদারহাট বাইপাস মোড় ও নগরীর মাঝিরঘাট এলাকায় পৃথক দূর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। রবিবার (১৯ মে) সকালে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।
ফৌজদারহাট বাইপাস মোড়ে কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম- মো. ইয়াছিন (৩৫)। সে ফেনী জেলার সদর থানার বাতানিয়া এলাকার কামাল হোসেনের ছেলে।
অন্যদিকে, মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় একটি ভবনে সিঁড়ি বেয়ে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম- মো. ইউনুছ (২২)। সে ভোলা জেলার শশীভূষণ থানার জাহানপুর গ্রামের আবদুল খালেকের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলাধারাকে বলেন, সড়ক দূর্ঘটনার পর সকাল নয়টার দিকে ইয়াছিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বিদ্যুৎস্পৃষ্টে আহত ইউনুছকে সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি