spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৯ মে ২০২৩
প্রচ্ছদজাতীয়চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বিন্যাস

চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বিন্যাস

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

ক্ষমতায় আসার পাঁচ মাসের মাথায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিভাগ পুনর্বিন্যাস করেছে সরকার। রোববার (১৯ মে) মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারকে এখন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী করা হয়েছে। আর তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন জুনাইদ আহমেদ পলক।

অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম এবং পল্লী উন্নয়ন সমবায় বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে।

এছাড়াও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে স্বাস্থ্য থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এতদিন ওই মন্ত্রণালয়ে শুধু ড. হাছান মাহমুদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ