spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকোতোয়ালিতে ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইকালে গ্রেফতার ২

কোতোয়ালিতে ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইকালে গ্রেফতার ২

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা প্রতিবেদন »

কোতোয়ালি থানাধীন বৌদ্ধ মন্দির এলাকায় ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ মে) সন্ধ্যায় বৌদ্ধ মন্দির এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গেফতারকৃতরা হলেন নগরীর সদরঘাট থানার আলমভিলা ২নং গলির রশিদ বিল্ডিং এর হাজী মো. নুরুচ্ছফার ছেলে মো. সাইফুল ইসলাম (২৬) ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার জয়রামপুর এলাকার হাজী মো. মাকসুদুর লহমানের ছেলে মো. ইকবাল হোসেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, বৌদ্ধ মন্দির এলাকায় এক ব্যবসায়ী ছিনতইয়ের শিকার হন। এসময় কোতোয়ালী পুলিশের একটি টহল দল ধাওয়া দিয়ে দুই ছিনাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ২০ লাখ টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ