spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদগণমাধ্যমগণমানুষের কথা তুলে ধরবে বাংলা টিভি

গণমানুষের কথা তুলে ধরবে বাংলা টিভি

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেছেন, বাংলা টিভি বাংলার ঐতিহ্যকে ধারন করে ইতোমধ্যে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। গণ মানুষের কথা তুলে ধরতে বাংলা টিভি আপোষহীন ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোববার (১৯ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলা টিভির ৩য় বর্ষ পালন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ব্যূরোর উদ্যোগে আয়োজিত সুুধী সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী লোকমানের সভাপতিত্বে সিনিয়র রিপোর্টার একে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমউদ্দিন শ্যামল, চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক আলীউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ নজরুল ইসলাম, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, প্রিন্সিপাল ড. মুহাম্মদ সানাউল্লাহ, সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, বিএফইউজের নির্বাহী সদস্য আজাহার মাহমুদ, চট্টগ্রাম চেম্বার সদস্য রোটারিয়ান তাজউদ্দিন, লেখক কলামিষ্ট নাজিমউদ্দিন এ্যানেল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী দেলোয়ার, নগর ও নাগরিক সভাপতি লায়ন আইয়ুব, জয় নিউজের সিইও বিপ্লব পার্থ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনি বড়ুয়া, মাহমুদুর রহমান শাওন, সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ