বাংলাধারা প্রতিবেদন »
প্রচণ্ড গরমে পানির অভাবে অতীষ্ঠ হয়ে রাস্তায় নামলেন নগরীর ঈদগাহ‘র এলাকাবাসী। শুরু করলেন বিক্ষোভ। এ সময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সোমবার (২০ মে) দুপুরে ঈদগাহের রূপসা বেকারি মোড়ে দলে দলে সমবেত হন এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, পানি নেই ৫ দিন ধরে। পুকুর, নলকূপ ও দোকান থেকে পানি কিনে কোনোরকমে চলছি। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার ওয়াসাকে জানানো হলেও মিলেছে শুধু প্রতিশ্রুতি। অথচ টাকা দিলেই নাকি বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে ওয়াসার পানির গাড়ি। ৩ দিন ধরে ওয়াসার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। কিন্তু তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওয়াসার সঙ্গে যোগাযোগ করেছি। আজকেই ওয়াসা এটি সমাধান করে দেবে বলে জানিয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি