spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামট্রাকের তেলের ট্যাংকে ৫০ হাজার ইয়াবা: ট্রাকসহ আটক ২

ট্রাকের তেলের ট্যাংকে ৫০ হাজার ইয়াবা: ট্রাকসহ আটক ২

spot_imgspot_imgspot_imgspot_img

কক্সবাজার প্রতিনিধি » 

অভিনব কায়দায় ট্রাকের তেলের র‌্যাংকের ভিতর করে পাচারকালে অর্ধলক্ষ ইয়াবা জব্দ করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় দুই মাদক ব্যবসায়ীকে পাচারকাজে ব্যবহৃত ট্রাকসহ আটক করেছে অভিযানকারিরা।

কক্সবাজার সদরের লিংকরোড় এলাকায় সোমবার (২০ মে) ভোররাত ৪টার দিকে এ অভিযান চালানো হয়। আটক পাচারকারিরা হলো, যশোর জেলার জিগরগাছা থানার বারবাগপুর গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে মো. তারেক হোসেন (২৭) ও সাতক্ষিরার কলারোয়া থানার দক্ষিণ দীঘং গ্রামের মৃত ঝাড় গাজীর ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫)। তারা গাড়িটির চালক ও হেলপার।

রামু র‌্যাব-১৫’র উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, কক্সবাজারের টেকনাফ এলাকা হতে বিপুল পরিমান ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীরা ট্রাক যোগে কক্সবাজারের দিকে আসছে এমন খবর পেয়ে সোমবার ভোররাত ৪টার দিকে সদরের লিংকরোড এলাকায় চেকপোস্ট বসানো হয়। লিংকরোড়ের টেকনাফ রোডস্থ হাজী গফুর মার্কেট সংলগ্ন ওয়ালটন শোরুমের সামনে বসানো চেকপোষ্ট টেশনাফ থেকে আসা ঝিনাইদাহ-ট-১১-০০৫৮ নাম্বারের ট্রাকটিকে থামায়।

তিনি বলেন, চালক ও হেলপারকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ট্রাকের তেলের ট্যাংকের মধ্যে বিশেষ কৌশলে ইয়াবা লুকানোর কথা স্বীকার করে। পরে তল্লাশী করে এশটি পুটলা বের করে গুনে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। আটকরা জানায়, ইয়াবা ক্রয়ের উদ্দেশ্যেই খালি ট্রাক নিয়ে যশোর হতে তারা টেকনাফে এসেছে এবং দীর্ঘদিন যাবৎ টেকনাফ এলাকা হতে ইয়াবা ক্রয় করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করে আসছে।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উদ্ধার ইয়াবাসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলায় আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ