spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়চাঁদপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

চাঁদপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

spot_img

বাংলাধারা ডেস্ক »

চাঁদপুর জেলার হাজীগঞ্জে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত ইমাম মোজাম্মেল হক চাঁদপুর সদর উপজেলার দেবপুর জামে মসজিদে কর্মরত ছিলেন। গত প্রায় ৫ মাস পলাতক ছিলেন তিনি।

গ্রেফতারের পর সোমবার (২০ মে) দুপুরে আটক ইমামকে চাঁদপুর আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

মোজাম্মেল শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাও ভূঁইয়া বাড়ির মোহাম্মদ জাফর আলী মিয়ার ছেলে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, মেয়েটিকে ইংরেজি পড়ানোর নাম করে ইমাম সরলতার সুযোগ নেয়। ওই ইমাম একটি বাসা ভাড়া নিয়ে মাত্র ৫০০ টাকা দিয়ে এক দিন ছিল ওই ফ্ল্যাটে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

তিনি আরো জানান, ইমরানের মোবাইলে ওই মেয়েটির আপত্তিকর ছবি পাওয়া গেছে। মেয়েটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। 

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ