বাংলাধারা প্রতিবেদক »
করোনা মহামারি মানবসমাজকে নাড়িয়ে দিয়েছে। তছনছ করেছে স্বাভাবিক জীবনযাত্রা। এখনো নানাভাবে করোনা তার ক্ষতচিহ্ন রেখে যাচ্ছে। আর সেসব কথাই উঠে এসেছে আদিবাসী লেখক ও কবি হাফিজ রশিদ খানের ‘না দেখিলে পরান পোড়ে’ কব্যগ্রন্থে।
কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশন। এতে ৭৫টি কবিতা রয়েছে। প্রচ্ছদ- নিয়াজ চৌধুরী তুলি। মূল্য ২২০ টাকা। চট্টগ্রামের বইমেলার ২০-২১নং অক্ষরবৃত্তের স্টল এবং চট্টগ্রাম প্রেসক্লাবের ৩-৪নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
কবি শুক্লা ইফতেখার ও কবি মানজুর মুহাম্মদকে ‘না দেখিলে পরান পোড়ে’ বইটি উৎসর্গ করেছেন হাফিজ রশিদ খান। এবছর তার তিনটি বই প্রকাশ হয়েছে। এ পর্যন্ত তার ৩১টি গল্প ও কবিতার বই প্রকাশ হয়েছে। ‘না দেখিলে পরান পোড়ে’ তার সর্বশেষ প্রকাশিত বই।
হাফিজ রশিদ খান ১৯৮২ সালে কবিতা লেখায় মনোনিবেশ করেন। মূলত তিনি আদিবাসী লেখক। নব্বই দশকের গোড়ার দিকে কাব্যে ও প্রবন্ধে বাংলাদেশের পার্বত্য আদিবাসী জাতিসমূহের তৃণমূল সংস্কৃতি ও জীবনাচরণকে অনন্যমাত্রিক বৈশিষ্ট্যে উপস্থাপন করেছেন। ১৯৯৭ সালে প্রকাশিত ‘আদিবাসী কাব্য’ তাকে আদিবাসী জীবনের প্রথম কাব্যকাররূপে পরিচিতি দিয়েছে। ১৯৬১ সালে চট্টগ্রাম নগরের শুলকবহরে তার জন্ম। তিনি পেশায় একজন সাংবাদিক। বর্তমানে তিনি চট্টগ্রামের দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় কর্মরত আছেন।