spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামতিন নারীর পাকস্থলী থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার

তিন নারীর পাকস্থলী থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার

spot_imgspot_imgspot_imgspot_img

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে তিন নারীর পাকস্থলী থেকে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ঐ তিন নারী পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২০মে) রাতে তাদের আটক করলেও মঙ্গলবার দুপুরে তাদের পেট থেকে এসব ইয়াবা বের করা সম্ভব হয়। বিকাল ৩টার দিকে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে. কণের্ল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য জানান।

আটক তিন নারীরা হলেন, টেকনাফের হ্নীলা আলীখালী এলাকার জাফর আহম্মদের স্ত্রী নূর হাওয়া (৩৫), মৃত মো. ছিদ্দিকের স্ত্রী জরিনা খাতুন (৩৫) ও উত্তর আলীখালী এলাকার জুবাইর হোসনের স্ত্রী সেতারা (৩০)। তারা বিশেষ কায়দায় পেটের ভেতর ৩ হাজার ১৫০ পিস ইয়াবা নিয়ে পাচার করছিল।

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কণের্ল মোহাম্মদ ফয়সল হাসান খান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, সোমবার রাতে টেকনাফের হোয়াইক্যং বিওপির নায়েব সুবেদার মো. শাদেক আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চেকপোষ্টে যানবাহন তল্লাশী করছিলেন। এসময় টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাস চেকপোষ্টে পৌছলে তল্লাশীকালে কয়েকজন যাত্রীকে সন্দেহ হলে নিচে নামিয়ে বিওপিতে কর্মরত বিজিবি নারী সদস্যদের মাধ্যমে তল্লাশী চালায়।

তিনি বলেন, এসময় আটক তিন নারীর পেটে ইয়াবা বড়ি থাকার বিষয়টি সন্দেহ হয়। পরে এসব নারীদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করে কালো টেপ মোড়ানো অবস্থায় পেটের ভিতরে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হলে আটক নারীরা তাদের পেটে ইয়াবা বড়ি থাকার বিষয়টি স্বীকার করেন। এবং বিশেষ কায়দায় তাদের পেট থেকে ইয়াবাগুলো বের করা হয়।

তিনি আরো বলেন, জব্দ ইয়াবাসহ আটক নারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির মরিচ্যা যৌথ চেকপোষ্টের সদস্যরা ইয়াবাসহ এক বয়োবৃদ্ধনারীকে আটক করেছে। বালুখালী হতে পায়ে হেটে কক্সবাজার যাবার কালে চেকপোষ্টে সন্দেহজনকভাবে মমতাজ বেগম (৫০) কে তল্লাশী করে এক হাজার ১২০টি ইয়াবা জব্দ করা হয়। মমতাজ বেগম কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর নাপিতখালীর মৃত খলিল আহমদের স্ত্রী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ৩৪ বিজিবির ভারপ্রাপ্ত উপঅধিনায়ক আশরাফ উল্লাহ রণি।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ