বাংলাধারা ডেস্ক »
নীলফামারীর ডোমারয় বিদ্যালয়ে যাতায়াতকালে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) উত্ত্যক্তের অভিযোগে এক যুবককে ছয় মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ২১ মে ) দুপুরে ডোমার বাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবক আব্দুর রশিদ ডোমার পৌরসভা ১নং ওয়ার্ডের পশ্চিম বোড়াগাড়ি গ্রামের কলেজপাড়ার নুরল ইসলামের ছেলে। সে পেশায় একজন অটোচালক। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, আব্দুর রশিদকে জেলা কারাগারে প্রেরণ করা হচ্ছে। আমরা উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। খবর পেলেই আমরা আইনগত ব্যবস্থা নেব।
ডোমার থানার এসআই আব্দুর রশিদ জানান, ওই ছাত্রী রেলগেট এলাকা দিয়ে বিদ্যালয়ে যাতায়াতকালে অটোচালক আব্দুর রশিদ তাকে উত্ত্যক্ত করে। মেয়েটি এর প্রতিবাদ করলে তার গালে চড় দেয় আব্দুর রশিদ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ফাতিমাকে খবর দিলে তিনি তাৎক্ষণিক ঘনাস্থলে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালতে আব্দুর রশিদকে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রমের কারাদণ্ড প্রদান করে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি