spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৯ মে ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামপ্রেম’স কালেকশনের ঈদ প্রদর্শনী বুধবার শুরু

প্রেম’স কালেকশনের ঈদ প্রদর্শনী বুধবার শুরু

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

আসন্ন ঈদকে ঘিরে নগরীর জিইসি মোড়ে অবস্থিত ইউনুস্কো সেন্টারের পঞ্চম তলায় আয়োজন করা হয়েছে প্রেমস কালেকশনের ঈদ প্রদর্শনী।

বুধবার (২২ মে) বিকাল সাড়ে ৪ টা থেকে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন অপু বিশ্বাস, সালমান মুক্তাদির, সৌভিক আহমেদ, তামিম মৃধা প্রমুখ।  

পোশাকের মান ও ডিজাইনের নতুনত্বের জন্য প্রেম’স কালেকশন্স শুরু থেকেই আলাদা। এখানে ঈদের শাড়ি, লেহেঙ্গা, গাউন ও শেরওয়ানীর দারুণ সব কালেকশন ও এক্সক্লুসিভ ডিজাইন পাওয়া যাবে।

প্রেমস কালেকশনের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি বলেন, চট্টগ্রামের ফ্যাশন সচেতনদের জন্য শোরুম করার ইচ্ছা আমার দীর্ঘদিনের। এখানকার অনেকেই ঢাকায় এবং বিদেশে গিয়ে আমার ডিজাইন করা পোশাক বেশি দামে ক্রয় করেন। এখন থেকে চট্টগ্রাম শহরে প্রেমস কালেকশনের আউটলেটে পাবেন উপমহাদেশের এক্সক্লুসিভ সব ডিজাইনের পোশাক। বিশেষ করে করে বিয়ের শাড়ি, লেহেঙ্গা, গাউন ও শেরওয়ানীর এমন কালেকশন ও এক্সক্লুসিভ ডিজাইন আর কোথাও পাবেন না। গত ২৫ বছর যাবত আমি এ দেশের ফ্যাশনের সঙ্গে জড়িত। আমি জানি এখানকার ফ্যাশনপ্রিয় মানুষের চাহিদা, সে অনুযায়ী এক্সক্লুসিভ সব ডিজাইন নিয়ে এসেছি বন্দর নগরীতে।

উল্লেখ্য, গত বছর চট্টগ্রামের ইউনুস্কো সিটি সেন্টারের ৬ষ্ঠ তলায় উপমহাদেশের শীর্ষস্থানীয় অভিজাত ফ্যাশন হাউজ প্রেমস কালেকশনসের শোরুমের উদ্বোধন হয়। শোরুমের উদ্বোধন করেন অভিনেত্রী জয়া আহসান।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ