spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ১১ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামহাটহাজারীতে ২৬ টাকা দরে ধান সংগ্রহ শুরু

হাটহাজারীতে ২৬ টাকা দরে ধান সংগ্রহ শুরু

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলায় ২৬ টাকা প্রতি কেজি দরে ধান সংগ্রহ শুরু হয়েছে।

বুধবার (২২ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রু মারমা উপস্থিত থেকে চাল সংগ্রহ করেন।

রুহুল আমিন বলেন, কৃষক মো. ওসমান আজ ২৪০ কেজি ধান বিক্রি করেন সরকারের নিকট।

তিনি বলেন, হাটহাজারী উপজেলা খাদ্য নিভাগ ১০৭ টন ধান সরাসরি কৃষকের নিকট থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ক্র‍য় করবে আগামী আগস্ট পর্যন্ত। একজন কৃষক একসাথে ৩ টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবে।যদি উপজেলা কৃষি অফিসার এই মর্মে প্রত্যয়ন দেন যে,কোনো একজন কৃষকের উৎপাদন বেশি তাহলে সে আরও সমপরিমাণ ধান বিক্রি করতে পারবে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

spot_img

সর্বশেষ