spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামনগরীতে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

নগরীতে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় এক ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। বুধবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে আগ্রাবাদ সাউথল্যান্ড সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক গোপালগঞ্জ জেলার পোপিনাথপুর এলাকার মো. ছিদ্দিকের ছেলে সাইফুল ইসলাম ইমন (২৩)। এসময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই আগ্রাবাদ সাউথল্যান্ড সেন্টারের সামনে ছিনতাই করার জন্য অপেক্ষা করছিল দুই ছিনতাইকারী। পরে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ইমন নামে এক ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে গিয়ে সাইফুল ইসলাম ইমন সামান্য আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ সময় আরও এক ছিনতাইকারী পালিয়ে যায়।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ