spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকর্ণফুলীতে পাথরবোঝাই লাইটার ডুবি

কর্ণফুলীতে পাথরবোঝাই লাইটার ডুবি

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে পড়ে ‘এমভি সী ক্রাউন’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজটি আবু তাহেরের মালিকানাধীন মমতা ট্রেডিং এজেন্সির বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ মে) ভোররাতে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উপ-পরিচালক গিয়াস উদ্দিন বাংলাধারাকে জানান, রাতে ১ হাজার টন পাথর নিয়ে সী-ক্রাউন নামে একটি লাইটার জাহাজ কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় আসে। সেটি শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে তীরের কাছাকাছি নোঙ্গর করে পাথর খালাস করছিল।  এ সময় আকস্মিক ঝড়ো হাওয়ায় জাহাজটি পাথরের বাঁধে উঠে যায়। এরপর ভেঙে পানিতে পড়ে পানিতে ডুবে যায়। জাহাজটিতে নাবিক-শ্রমিক মিলিয়ে ১১ জন ছিল। তবে কেউ হতাহত হননি। ডুবে যাওয়া জাহাজটি লাল পতাকা ও বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে যাতে নৌ চলাচল ব্যাহত না হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, জাহাজটি বন্দর চ্যানেলে ডুবেনি। শিকলবাহার কাছাকাছি নদীর তীরে আংশিক ডুবেছে। এজন্য আমাদের জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ