বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কাতালগঞ্জ সার্জিস্কোপ এর সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২ টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম- সাইফুর রহমান। সে পাঁচলাইশ থানার হামজারবাগ সংগীত সিনেমার হল রোড খলিলুর রহমানের ছেলে।
পাঁচলাইশ থানার এসআই নুরুল আলম বাংলাধারাকে বলেন, মোটরসাইকেল আরোহী সাইফুর রহমানকে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি