বাংলাধারা প্রতিবেদন »
নগরীর সদরঘাটে কর্ণফুলী হিমাগারে অভিযান চালিয়ে ৭ টন জাটকা জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বৃহম্পতিবার (২৩ মে) দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসানের ভ্রাম্যমান আদালত কর্ণফুলী হিমাগারের ৩৫ নং স্টোরে অভিযান পরিচালনা করে। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সৈকত শর্মাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ অভিযানে নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান জানান, হিমাগরে চাপিলা মাছের মধ্যে উক্ত ৭০০০ কেজি জাটকা মিশ্রিত অবস্থায় রাখা হয়েছে। জাটকাগুলোকে জব্দ করে কর্ণফুলী হিমাগারেই রাখা হয়। পরবর্তীতে সুবিধাজনক সময়ে মাছগুলি বিভিন্ন এতিমখানা, মসজিদ,মন্দির বা সামাজিক প্রতিষ্ঠানে বন্টন করা হবে। হিমাগারে জাটকা রাখার অপরাধে জনাব মোঃ জয়নাল (৩৬) কে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।
বাংলাধারা/এফএস/এমআর