spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদলাইফষ্টাইলমাকড়সা দূর করার চার ঘরোয়া টোটকা

মাকড়সা দূর করার চার ঘরোয়া টোটকা

spot_img

বাংলাধারা ডেস্ক »

সপ্তাহ অন্তর বা মাসে একবার ঘরদোর ঝেড়ে পরিষ্কার করছেন, আবারও ঘরের সিলিংয়ে, বারান্দায়, রান্নাঘরে এমনকী বাথরুমেও দেখা দেয় মাকড়সার জাল! এ নিয়ে আপনি বিরক্ত?

মাকড়সার উৎপাত থেকে মুক্তি পেতে জেনে নিন চার পার্শ্বপ্রতিক্রিয়াহীন ঘরোয়া টোটকা সম্পর্কে –

পুদিনা পাতা : মাকড়সা পুদিনা পাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই ঘর থেকে মাকড়সা দূর করতে কয়েকটা পুদিনা পাতা পানির মধ্য দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপর ঠাণ্ডা হলে স্প্রে করা যায় এমন বোতলে ভরে ঘরের যেসব জায়গায় মাকড়সার ঘোরাফেরা বেশি সেখানে স্প্রে করুন। এই গন্ধে মাকড়সা দূরে পালাবে।

হোয়াইট ভিনিগার : মাকড়সা তাড়াতে ব্যবহার করতে পারেন হোয়াইট ভিনিগার। জেনে রাখুন মাকড়সা তাড়াতে পুদিনা পাতার থেকেও ভিনিগার বেশি কার্যকরী। ভিনিগারের সঙ্গে পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে মাকড়সার জাল হয় এমন জায়গায় স্প্রে করুন।

পাতিলেবু : পাতিলেবু মাকড়সা তাড়াতে দারুণ কাজ করে। ঘরের যেসব জায়গায় মাকড়সার উৎপাত বেশি সেখানে লেবুর রস ঘষে দিন। চাইলে আপনি কয়েকটি লেবু নিয়ে তা থেকে রস বের করে মাকড়সার জাল হয় এমন জায়গায় স্প্রে করতে পারেন।

অ্যাসেনশিয়াল অয়েল : পিপারমেন্ট তেলের গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না। এছাড়া রোজ, ল্যাভেন্ডার, টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল মাঝে মাঝে গোটা বাড়িতে ছড়িয়ে দিলে মাকড়সার উৎপাত কমবে। এসব পদ্ধতি ব্যবহার করতে পারলেই ঘর থেকে সহজ পদ্ধতিতে মাকড়সা দূর করতে পারবেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ