spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
প্রচ্ছদসাবলীডব্যক্তিগত কারণ দেখিয়ে চবির প্রক্টরিয়ালবডি ও অন্যান্য পর্ষদের ১৮ পদের ১৬ জনের...

ব্যক্তিগত কারণ দেখিয়ে চবির প্রক্টরিয়ালবডি ও অন্যান্য পর্ষদের ১৮ পদের ১৬ জনের পদত্যাগ

spot_img

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরসহ প্রক্টরিয়ালবডি ও অন্যান্য পর্ষদের ১৮ পদ থেকে একযোগে পদত্যাগ করেছেন ১৬ জন।পদত্যাগকারী সকলেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা যায়।

রবিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে (ভারপ্রাপ্ত) এম নূর আহমদ বরাবর পদত্যাগ পত্র জমা দেন তারা। বিষয়টি নিশ্চিত করে কে এম নূর আহমদ বলেন, মোট ১৮ পদে ১৬ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্র জমাদানকারীরা হলেন: প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুঁইয়া, সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম,
ড. শহীদুল ইসলাম, ড. রামেন্দু পারিয়াল, মো. শাহরিয়ার বুলবুল ও গোলাম কুদ্দুস লাবলু, আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো ওমর ফারুক, শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হাসান ভুঁইয়া, শাহজালাল হলের আবাসিক শাহরিয়ার বুলবুল তন্ময়, এ এফ রহমান হলের হাউজ টিউটর অনাবিল ইহসান, প্রীতিলতার হলের হাউজ টিউটর ফারজানা আফরিন, শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষক ড. এইচ এম আব্দুল্লাহ আল মাসুদ ও রমিজ আহমদ, শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষক সাকিলা তাসমি, খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক শাহ আলম, নাসরিন আক্তার ও উম্মে হাবিবা এবং আলাওল হলের সিনিয়র আবাসিক শিক্ষক ঝুলন ধর।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, এগুলো আসলে অতিরিক্ত দায়িত্ব। যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা তাদের শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি এই অতিরিক্ত দায়িত্ব পালন করতে চাচ্ছেন না বলেই পদত্যাগ করেছেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ