spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলরাঙামাটিতে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাঙামাটিতে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

spot_img

রাঙামাটি প্রতিনিধি »

মায়ের সঙ্গে অভিমান করে রাঙামাটির লংগদুতে গলায় ফাস দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

তানিয়া আক্তার (১৩) নামের এ কিশোরী উপজেলা দক্ষিণ ঝর্নাটিলা গ্রামের প্রবাসী তাজুল ইসলামের মেয়ে। নিহত কিশোরী স্থানীয় বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী বলে জানান তার এক স্বজন।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার (২৩ মে) সকালে কিশোরীর মা মেয়েকে রান্না করতে বলে খড় শুকানোর কাজে চলে যায়। দুপুর ২ টার দিকে ফিরে এসে রান্না না হওয়ায় মেয়েকে বকাঝকা করেন এবং মারধর করলে ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি, শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ