spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়স্ত্রীকে নকল সরবরাহ করতে গিয়ে কারাগারে পুলিশ

স্ত্রীকে নকল সরবরাহ করতে গিয়ে কারাগারে পুলিশ

spot_img

বাংলাধারা ডেস্ক »

পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায চলাকালীন স্ত্রীকে নকল সরবরাহের অপরাধে পুলিশের এক এএসআইকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা শুক্রবার (২৪ মে) তাকে এই দণ্ড দেন। সাজাপ্রাপ্ত মাহবুবুর রহমান পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল হাফিজ বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে জেলা শহরের রশিদ কিশলয় বিদ্যায়তন কেন্দ্রে পরীক্ষার্থী স্ত্রীকে নকল সরবরাহের এএসআই মাহবুবুর রহমানকে হাতেনাতে ধরে ফেলেন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে নকল সরবরাহের অপরাধে এক মাসের দণ্ড দেয়।

সেময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন ঘটনাস্থলে ছিলেন বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ