spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
প্রচ্ছদখেলাধূলারাত পোহালেই বোয়ালখালীতে ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন

রাত পোহালেই বোয়ালখালীতে ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন

spot_img

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামীকাল ১৬ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে যাচ্ছে।

উপজেলার ৮৬টি কেন্দ্রে ৫১৮টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোট মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, আমাদের প্রস্তুতি শেষ। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি স্টাইকিং ফোর্স মাঠে থাকবে। এছাড়া দুই প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবেন। ভ্রাম্যমাণ আদালত সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ