জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জানে আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ জাফর আহমদ। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না।
সিনিয়র শিক্ষক সৈয়দ মোহাম্মদ খালেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী সদস্য এটিএম মঈনুদ্দিন, মো. ইলিয়াছ, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মীর মো. আবদুল মোন্এম, সিনিয়র শিক্ষক মেজবাহুল হক, কাঞ্চন কান্তি মহাজন, সীমা ভট্টাচার্য্য, রফরফে নূর সিদ্দিকা, এসএম বোরহান উদ্দিন, শিপ্রা চৌধুরী, সুমাইয়া আক্তার জাহান, চুমকী দত্ত, যাহিদুল ইসলাম প্রমুখ।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি