spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৯ মে ২০২৩
প্রচ্ছদলীডসেন্টমার্টিনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, প্রতিবাদে চবিতে চলছে অবস্থান কর্মসূচি

সেন্টমার্টিনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, প্রতিবাদে চবিতে চলছে অবস্থান কর্মসূচি

spot_img

বাংলাধারা ডেস্ক »

‘শিক্ষকের বুকে লাথি, কিভাবে জ্বলবে শিক্ষার বাতি’, ‘ছাত্র শিক্ষকের নিরাপত্তা কোথায়, স্বাধীন দেশের নাগরিকদের নিরাপত্তা কোথায়’, ‘পর্যটন কেন্দ্রে সন্ত্রাস কেন’- এমন সব হৃদয়বিদারক স্লোগানে লেখা প্লেকার্ড হাতে প্রতিবাদ জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সেন্টমার্টিনে ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে সিটে বসা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহারে স্টাফ ও স্থানীয়রা শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা করে।

এ ঘটনার প্রতিবাদে রবিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় চবির মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম। আমরা ঝামেলা তৈরি করতে যাইনি। কিন্তু আমাদের ওপর জাহাজ স্টাফ ও স্থানীয়রা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করেছে। এ ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও মাত্র একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া বাকি অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদি হয়ে যে মামলা করার কথা ছিল সেটাও এখনও করা হয়নি। তাই আমরা এ অবস্থান কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, টেকনাফ উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কাছে জানাতে চাই, অতি দ্রুত অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

এর আগে গত ১৪ মার্চ সেন্টমার্টিন থেকে ফেরার পথে দুই দফায় জাহাজ স্টাফ ও স্থানীয়দের হামলার শিকার হন চবির অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে অন্তত ১০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ