spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৯ মে ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকর্ণফুলীতে অনুমোদনহীন ফিশ ফিড কারখানা বন্ধ করল প্রশাসন

কর্ণফুলীতে অনুমোদনহীন ফিশ ফিড কারখানা বন্ধ করল প্রশাসন

spot_img

কর্ণফুলী প্রতিনিধি »

প্রসাশনকে তোয়াক্কা না করে কোনো প্রকার ট্রেড লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গড়ে তোলা হয়েছে ফিশ ফিড কারখানা। এতে প্রতিনিয়তই দূষিত হচ্ছে পরিবেশ। ফলে নানান রোগে আক্রান্ত হচ্ছে আশপাশের মানুষ।

সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুনুর রশীদ।

এ সময় কারখানাটিতে কর্মরত সাত শ্রমিককে পাওয়া গেলেও মালিক মো. ‍নুরুল আলমকে পালিয়ে যায়। তবে কাউকে আটক বা জরিমানা করা হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, আমরা পিড তৈরির কারখানার খবর পেয়ে অভিযান পরিচালনা করি। এখানে তারা মূলত বিভিন্ন জায়গা থেকে পচা মাছ, মাছের বিভিন্ন অংশ, আঁশ ও মুরগির চামড়া এখানে এনে তা পুড়িয়ে তৈরি করা হতো মাছ ও মুরগির খাবার। কোনো প্রকার ট্রেড লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করে যাচ্ছে মাসের পর মাস। আবর্জনা নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় আশপাশের ফসলী জমি নষ্ট হচ্ছে এবং দূষিত হচ্ছে পরিবেশ। তাই আমরা কারখানাটি বন্ধ করে দিয়েছি এবং বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে অবহিত করেছি । তারা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ