বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী ২৭ এপ্রিল। নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট আসনে ভোটের সময় ২৫ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পাঁচদিনের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী দুজন জুডিশিয়ালকে মনোনয়ন দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।
ইসির আইন শাখার মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন দ্যা রিপ্রেজেনটেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১১ (১) এর ক্ষমতাবলে শূন্য ঘোষিত জাতীয় চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকায় সংসদ সদস্য নির্বাচনের জন্য ২৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। দ্যা রিপ্রেজেনটেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২—এ উল্লিখিত নির্বাচনী অপরাধসমূহ আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আবশ্যক।
ইসি জানায়, একাদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে নির্বাচনকালীন সংঘটিত অপরাধসমূহ আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নে প্রস্তাব মোতাবেক ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুই দিন অর্থাৎ ২৫ এপ্রিল হতে ২৯ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের জন্য দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত হয়েছে।