চন্দনাইশ প্রতিনিধি »
চন্দনাইশ থানা পুলিশ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া কলেজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের সামনে থেকে ২০ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করে।
সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার গাছবাড়ীয়া সরকারী কলেজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের সামনে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন পুলিশ।
এসময় চট্টগ্রাম অভিমুখি একটি প্রাইভেটকার (রেজি. নং-চট্ট মেট্টো-গ-১২-৭৮০৬) তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা কক্সবাজার, টেকনাফ হোয়াইক্যং নয়াপাড়া এলাকার মোস্তাক আহমদ (৫১), দিলদার প্রকাশ দেলোয়ার প্রকাশ নইন্যাকে (২৯) আটক করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।