বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার ইছাপুর বাজারে ওজনে কারচুপি করে ক্রেতাদের ঠকানোর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে
নুরজাহান সুইটস এন্ড বেকারি নামের একটি দোকান। ।
শনিবার (২৫ মে) দুপুরে রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দোকানটিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুলিআমিন বলেন, ইছাপুর বাজারে নুরজাহান সুইটস এন্ড বেকারিতে গিয়ে ওজনের পাল্লা চেক করে পাওয়া যায় প্রতি কেজিতে ক্রেতাদের কম দেয় ১৭২ গ্রাম। প্যাকেট এর ওজন ৭৮ গ্রাম। টক দইয়ের ওজন ৮২৮ গ্রাম। রসমালাই এর ওজন ৯৩৮ গ্রাম। অথচ বিক্রি করার সময় ১ কেজি বলে বিক্রি করা হচ্ছে। এ অপরাধে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকান মালিকের কাছ থেকে মুচলেকা নিয়ে দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি