spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদখেলাধূলাখুদে ভক্তদের উষ্ণ অভ্যর্থনায় কার্ডিফে টাইগাররা

খুদে ভক্তদের উষ্ণ অভ্যর্থনায় কার্ডিফে টাইগাররা

spot_img

বাংলাধারা ডেস্ক »

এক সময় ছোট দলের তকমা নিয়ে বিশ্বকাপ খেলতে যেত টাইগাররা। এখন দিন বদলেছে। বাংলাদেশের ক্রিকেট এখন অন্য উচ্চতায় পৌঁছে গেছে। দল হিসেবে বড় হয়েছে, সেই সাথে তারকাদেরও বিশ্বজুড়ে তৈরি হয়েছে ভক্ত-সমর্থক।

বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে এক নজর দেখতে কিংবা একটু ছুঁয়ে দেয়ার ইচ্ছায় যেমন কার্ডিফে হুলস্থুল লেগে গেল স্থানীয় ভক্ত-সমর্থকদের। তাদের মধ্যে বেশিরভাগই স্কুল কিংবা কলেজ পড়ুয়া শিশু-কিশোর। মুশফিক, তামিম, সৌম্য, মিরাজরা অনুশীলনের সময় যখন মাঠে যাচ্ছিলেন, তখন তাদের একটু ছুঁয়ে দেয়ার জন্য হাত বাড়িয়ে দেয় স্কুলের ছোট ছোট বাচ্চারা।

মেহেদী হাসান মিরাজ নিজেই এগিয়ে গিয়ে খুদে ভক্তদের সঙ্গে হাত মেলান। পরে মাঠের মধ্যে তো স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের অটোগ্রাফের আবদারও মেটাতে হয়েছে টাইগারদের। তামিম-মুশফিকরা হাসিমুখেই সেই আবদার মিটিয়েছেন।

কার্ডিফে একদিন অনুশীলন শেষে ২৬ মে ভারত ও ২৮ মে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচ দুইটি খেলবে টাইগাররা। পরে ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে পুরো দল। আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ