বাংলাধারা ডেস্ক »
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ড. অনুপম সেনের মেয়াদ আরও চার বছর বেড়েছে।
চট্টগ্রামে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে থাকা এই বিশ্ববিদ্যালয়ে ২০০৬ সাল থেকে উপাচার্যের দায়িত্ব পালন করছেন তিনি। পুনঃনিয়োগের পর অনুপম সেন এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি উপমহাদেশ ছাড়িয়ে সারাবিশ্বে ছড়িয়ে দেয়ার স্বপ্নের কথা বলেছেন।
মঙ্গলবার (২১ মার্চ) প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের সম্মতিতে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনঃনিয়োগের আদেশ অনুযায়ী তিনি আরও চার বছর উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ২০০১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। ২০০২ সালের জানুয়ারি মাসে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। মহিউদ্দিনের ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি।
বর্তমানে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৬টি অনুষদের অধীনে ১৩টি বিভাগে সাত হাজারেরও বেশি শিক্ষার্থী পড়ালেখা করছে।
উপাচার্য পদে পুনঃনিয়োগের প্রতিক্রিয়ায় ড. অনুপম সেন বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি, আমার জীবদ্দশায় আমি দেখবো কি না জানি না, তবে এখন যেভাবে গোছালোভাবে এর কার্যক্রম চলছে, যেভাবে জ্ঞানের চর্চা হচ্ছে, যেভাবে শিক্ষার মান বাড়ানোর চেষ্টা চলছে, এটা যদি অব্যাহত থাকে একসময় এই প্রতিষ্ঠানের সুনাম উপমহাদেশে তো বটেই, সারাবিশ্বে ছড়িয়ে পড়বে। এটাই আমার স্বপ্ন এবং লক্ষ্য।