spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৯ মে ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীচট্টগ্রাম বন্দরে কনটেইনারে মিলল বিদেশি মদ

চট্টগ্রাম বন্দরে কনটেইনারে মিলল বিদেশি মদ

spot_img

বাংলাধারা প্রতিবেদক »

সোডা অ্যাশ লাইট ঘোষণায় আমদানি করা একটি চালানে বিপুল পরিমাণ মদ পাওয়া গেছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ৪০ ফুট লম্বা কনটেইনারটি ফোর্স কিপ ডাউন ও কায়িক পরীক্ষায় বিষয়টি ধরা পড়ে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বন্দর ও কাস্টমসের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকার বংশালের হাজি আবদুল্লাহ সরকার লেনের বিসমিল্লাহ করপোরেশনের নামে এফসিএল কনটেইনারটি বন্দরে আসে।

সূত্র জানায়, কাস্টমসের এআইআর শাখা থেকে বন্দরের টার্মিনাল ম্যানেজারকে জরুরি ভিত্তিতে ওই কনটেইনারটি ফোর্স কিপ ডাউনের জন্য চিঠি দেওয়া হয়। যাতে কায়িক পরীক্ষা শেষে কনটেইনারটি বন্দরের বিশেষ নজরদারি ও নিরাপত্তা হেফাজতে রাখার জন্য অনুরোধ করা হয়েছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দরের নিরাপত্তা বিভাগ সূত্রে জানা গেছে আজ ফোর্স কিপডাউন করা একটি কনটেইনারে মদ পাওয়া গেছে। বিস্তারিত কাস্টমস কর্তৃপক্ষ জানবে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ