spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৯ মে ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামমিরসরাইয়ে মোটর সাইকেল দূর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

মিরসরাইয়ে মোটর সাইকেল দূর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

spot_img

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা ব্যক্তিরা হলেন, উপজেলার খৈয়াছরা ইউনিয়নের তাকিয়া পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. রাকিব হোসেন (১৯), পূর্ব খৈয়াছড়া গ্রামের শফিউল আলমের ছেলে তারেক হোসেন (১৯) ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার মো. রিফাত (২০)। তারা তিনজন বন্ধু ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটর সাইকেলে চড়ে তিন বন্ধু বড়তাকিয়া থেকে মিরসরাইয়ের দিকে যাওয়ার ময় রাত সাড়ে ৯টার দিকে পৌর সদরের ইউটার্ণ এলাকায় একটি দাঁডানো ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এসময় রাকিব ও রিফাত ঘটনাস্থলেই নিহত হন। তারেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) দিনেশ দাশ তিন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতদের উদ্ধার করেছে। তবে ধারণা করা হচ্ছে নিহত দুইজনের বাড়ি স্থানীয় বড়তাকিয়া এলাকায় এবং নিহত রিফাতের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার। রিফাত বড়তাকিয়ার তানজিনা মোটর এন্ড সার্ভিসিং সেন্টারের মেকানিক বলে জানা গেছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ