বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আকবরশাহ থানার বিশ্ব কলোনীতে বিকাশ অ্যাপের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অপমানে আত্মহত্যা করেছে শারমিন (১৬) নামে এক কিশোরী।
শনিবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে পুলিশ খবর পেয়ে কিশোরীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ এ ঘটনায় স্থানীয় বিকাশ দোকানের (মায়ের দোয়া ইলেকট্রিক) এক কর্মচারীকে আটক করেছে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরী নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিকাশে টাকা পাঠানোর ঘটনায় প্রতারণার শিকার হয়ে সে অপমানে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। তাই জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বিকাশ দোকানের এক কর্মচারীকে থানায় আনা হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার(২৫ মে) বিশ্ব কলোনীর এল-ব্লকের বাসিন্দা কিশোরী শারমিন বিকাশ কোম্পানীর নামে প্রতারণার শিকার হয়ে স্থানীয় বিকাশ দোকান থেকে সাড়ে ১৪ হাজার টাকা পাঠিয়ে দেয়। কিন্তু দোকানদারের টাকা পরিশোধ না করায় দোকানী মেয়েটিকে ৩/৪ ঘন্টা দোকানে বসিয়ে রেখে সন্ধ্যায় ইফতারের আগে ছেড়ে দেয়। পরে বাসায় গিয়ে সে অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি